চোখ যে শুধু মনের কথা বলে তা নয়, সৌন্দর্যের কথাও বলে। সামনা সামনি কথা বলার সময়ে চোখের দিকেই নজর সকলের আগে আসে। চোখ যদি কালোদাগ মুক্ত হয়, তবে নারীর সৌন্দর্য বহুগুনে বেড়ে যায়। ঘরোয়া কিছু যত্ন নিলে ডার্ক সার্কেলে থেকে মুক্তি পাওয়া যায়।তবে তার আগে জেনে নেওয়া যাক ডার্ক সার্কেলের কারণসমূহ।
· অপর্যাপ্ত ঘুম,
· পানিশূন্যতা,
· দেহে আয়রনের ঘাটতি,
· বংশগত সমস্যা,
· ধূমপান ইত্যাদি।
ডার্ক সার্কেল দূর করার অনেকগুলো উপায় আছে। তবে আজকে আমি আলোচনা করব ৯ টি ঘরোয়া উপায় যার সাহায্যে আপনি খুব দ্রুত চোখের নিচের কালোদাগ থেকে রেহাই পাবেন।
আলুতে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি এনজাইম, যা ডার্কসার্কেল দূর করতে সাহায্য করে।
· আলুর রস, লেবুর রস এবং বেকিং সোডা দিয়ে পেস্ট তৈরি করতে পারেন।
· চোখের নিচে ২০ মিনিট রাখুন।
· তারপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
ডিমের সাদা অংশ চোখের চারপাশের ত্বক টানটান রাখতে সাহায্য করে, বলিরেখা কমায় ।
· ফ্রিজে রাখা ঠান্ডা দুটি ডিমের সাদা অংশ ভালো করে ফাটিয়ে নিন।
· সাথে কয়েক ফোঁটা গোলাপজল মিশিয়ে নিন।
· এবার একটি ব্রাশ ডিমের সাদা অংশের মধ্যে ডুবিয়ে চোখের নিচে লাগান।
· ১০- ১৫ মিনিট পর শুকিয়ে গেলে পানি দিয়ে ভাল করে ধুয়ে ফেলুন।
চা পাতায় অ্যান্টি-ইরিট্যান্ট উপাদান আছে যা চোখের নিচের কালোদাগ কমাতে সাহায্য করে।
· টি-ব্যাগগুলো ফ্রিজে রাখুন।
· খুব ঠাণ্ডা হয়ে গেলে টি-ব্যাগ গুলো চোখের উপরে ১০-১ ৫ মিনিট দিয়ে রাখুন।
· ১৫ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
আমরা সবাই জানি ডার্ক সার্কেল দূর করার জন্য শসা বেশ কার্যকর।
· পরিমান মত শসা বেঁটে নিন শসার রস তৈরি করে নিন।
· একটি তুলোর বল শসার রস লাগান।
· চোখের নিচে এটি দিয়ে রাখুন ১৫ মিনিট।
· ১৫ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
টমেটোতে প্রচুর পরিমাণে লাইকোপিন রয়েছে। লাইকোপিন চোখের নিচে ডার্ক সার্কেল কমাতে সাহায্য করে।
· পরিমান মত টমেটোর রস নিয়ে একটি তুলোর বল ভেজান।
· ভেজা তুলোর বল চোখের নিচে দিয়ে রাখুন ১০-১২ মিনিট ।
· তারপর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
রোজ ওয়াটার ত্বকের ক্লান্তি দূর করে ত্বককে সজীব ও সতেজ করে তোলে।
· একটি বাটিতে পরিমান মতন রোজ ওয়াটার নিন।
· এখন একটি কটন প্যাড, রোজ ওয়াটারে কয়েক মিনিট রেখে ভালোভাবে ডুবিয়ে নিন।
· কটন প্যাডটি কয়েক মিনিট পর তুলে চোখের আইলিডের উপর ১৫ মিনিট রেখে দিন।
· একটি কটন বলে ২-৩ ড্রপ তেল নিন।
· আপনার চোখের নিচে ডার্ক সার্কেলে অ্যাপ্লাই করুন।
· আঙ্গুলের ডগা দিয়ে আস্তে আস্তে ম্যাসাজ করে নিন।
· সারারাত চোখের নিচে তেলটি রেখে ঘুমিয়ে পড়ুন।
· সকালে ধুয়ে ফেলুন।
দই :
দইয়ের মধ্যে থাকা হাইড্রক্সি অ্যাসিড নতুন কোষ তৈরির হার বৃদ্ধি করে।
· দই, মধু আর গোলাপ জলের প্যাক তৈরী করুন ।
· চোখের নিচে লাগিয়ে রাখুন ।
· শুকিয়ে গেলে ঈষদুষ্ণ জলে ধয়ে ফেলুন।
কাঁচা হলুদ :
ত্বকের যত্নে কাঁচা হলুদ সবসময় উপকারি।