Categories
See All >
List of 10 Medical Equipment Supplier in Bangladesh

List of 10 Medical Equipment Supplier in Bangladesh

Medical Equipment's Manufacturer
Hit Count : 2198

Medical equipment সরবরাহকারীরা আইন অনুযায়ী  হাসপাতাল, ফার্মাসিতে এবং বাসাবাড়িতে  বিভিন্ন medical device এবং equipment সরবরাহে নিযুক্ত রয়েছে। তারা এ  medical equipment গুলি রক্ষণাবেক্ষণ এবং মেরামতের পরিসেবাগুলির জন্যও দায়ী৷ এ  medical equipment গুলি বিভিন্ন ক্যাটাগরির হতে পারে । যেমন-

1. Health care

2. Beauty care

3. Body care & Massager

4. Frist aid

5. Surgical Products

6. Diagnostic Products

7. Lab Products

8. Hospital Equipment

9. Physiotherapy

10. Dental Care

11. Eye & Ear Care

এখন চলুন জেনে নেই বাংলাদেশে জনপ্রিয় কিছু  Medical equipment সরবরাহকারী  কোম্পানির  নাম ।


১. Bio Tech International:

Bio Tech International বাংলাদেশের শীর্ষস্থানীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহকারী কোম্পানি । এটি Biotechnology Equipment সরবরাহকারী কোম্পানি । এ কোম্পানি ২০১২ সালে পথচলা শুরু করে । এ কোম্পানির সারা বাংলাদেশে মোট ৩০ টি শাখা রয়েছে।

এ কোম্পানি শীর্ষ শ্রেণীর ব্র্যান্ড যেমন:  BioCheck,  Meril, MindRay, GPL, Zecen, Labomed inc., ICUBIO এর বিভিন্ন Medical equipment সরবরাহ করে। এ কোম্পানি  মূল উদ্দেশ্য হচ্ছে গ্রাহকে সমস্ত স্বাস্থ্যসেবা পণ্য যার উপর আমরা নির্ভরশীল সেগুলো স্বাশ্রয়ী মূল্যে সরবরাহ  করা ।

ঠিকানা : রুপায়ান তাজ ১, ই-৫, ৫ম তলা, ১/১ বক্স কালভার্ট রোড, নয়া পল্টন, ঢাকা-১০০০।

মোবাইল: ০১৯১৩-৬৬২৬৮৭ , ০১৭১১-৯৪৭৭৫৪ ,০১৬১২৯৪৭৭৫৪

ফোন: ০২-২২২২২২০০৮

ই-মেইল: contract@bio-techbd.com

ওয়েবসাইট: https://www.bio-techbd.com/


২. Bio-Trade International Ltd:

Bio-Trade International ১৯৯৫  সালে প্রতিষ্ঠিত হয়েছিল ।এরা সাশ্রয়ী মূল্যে ভালো মানের চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করার জন্য খুব জনপ্রিয় । এ কোম্পানি দক্ষ লোক দ্বারা উন্নত মানের সেবা প্রদান করে গ্রাহককে সন্তুষ্ট রাখে ।


৩. Medical Store BD:

এটি বাংলাদেশের সবচেয়ে বড় এবং বিশ্বস্ত চিকিৎসা সরঞ্জাম সরবরাহকারী  এবং বিক্রেতা । এ কোম্পানি স্বাস্থ্য সচেতন সমস্ত ব্যক্তিদের জন্য কার্যকর চিকিৎসা পণ্য ও স্বাস্থ্যসেবা সামগ্রী সরবরাহ করে। যারা অনলাইনে স্বাস্থ্যসেবা পণ্য কিনতে আগ্রহী তাদের সেবা প্রদানে এ কোম্পানি নিযুক্ত ।

এ কোম্পানির মূল উদ্দেশ্য হল ইন্টারনেট ব্যাবহারকারী প্রত্যেকের কাছে কম দামে ভালো মানের পণ্য সরবরাহ করা এবং সেই পণ্যগুলি তাদের দরজায় পৌঁছে দেওয়া। এই ওয়েবসাইটটি মাধ্যমে  অনেক প্রয়োজনীয় পণ্য  স্থানীয় মেডিকেল শপের  থেকে ৫০% কম মূল্যে পাওয়া যায় ।

ঠিকানা :দোকান ৩৮,3য় তলা, বিএমএ ভবন, ১৫/২ তোপখানা রোড, ঢাকা-১০০০

মোবাইল: ০১৯২৭৬১৪০৪০,০১৬১২৯৪৭৭৫৪

ই-মেইল:  contract@medicalstore.com.bd

ওয়েবসাইট: https://medicalstore.com.bd/


৪. Healthcare Pharmaceutical Ltd:

Healthcare pharmaceutical বাংলাদেশের Medical equipment সরবরাহকারী অন্যতম একটি কোম্পানি । এ কোম্পানি ক্রমাগত উচ্চ মানের, নিরাপদ এবং কার্যকর ফার্মাসিউটিক্যাল পণ্য এবং পরিষেবা সরবরাহ করে রোগীকে সুস্থ করে তোলার উদ্দশ্যে কাজ করে ।


৫. Tradesworth Ltd:

Tradesworth Ltd. বাংলাদেশের স্বাস্থ্যসেবা সেক্টরের  মেডিকেল ডায়াগনস্টিকস ও ল্যাবরেটরি ডায়াগনস্টিক রিএজেন্ট সরবরাহকারী কোম্পানি। এটি বাংলাদেশের সবচেয়ে পুরানো medical equipment সরবরাহকারী কোম্পানি । এ কোম্পানি মূল্য লক্ষ্য হল উচ্চ মানের পণ্য সরবরাহ করা । এ কোম্পানি  গ্রাহকদের সর্বোত্তম পরিষেবা প্রদান করে সুনাম আর্জন করেছে ।


৬. Radient Pharma:

Radient Pharma বাংলাদেশের  সবচেয়ে বড়  ও  পুরানো Medical equipment সরবরাহকারী কোম্পানি । উদ্ভাবন ও বৈচিত্র্যের মাধ্যমে রোগীদের জন্য বিশ্বমানের উচ্চমানের স্বাস্থ্যসেবা পণ্য তৈরি করতে এরা প্রতিশ্রুতিবদ্ধ। এদের মূল লক্ষ্য হল- উচ্চমানের পণ্য সরবরাহ করে সবচেয়ে বিশ্বস্ত ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে পরিণত হওয়া।


৭. Anifco Healthcare:

এটি বাংলাদেশের  শীর্ষ পর্যায়ের Medical equipmentসরবরাহকারী কোম্পানি । এটি ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয়। এটি আমাদের Medicalখাতকে ইতিবাচকভাবে পরিবর্তন করেছে। এটি সারা দেশে হোম ডেলিভারির মাধ্যমে বাড়ি এবং হাসপাতালের জন্য প্রয়োজনীয় সমস্ত ধরণের Medical equipmentসরবরাহ করে। এ কোম্পানি  সরবরাহকৃত equipment ব্যবহার করতে  রোগী এবং ব্যবহারকারী স্বছন্দ বোধ  করেন  ।


৮. ABC Corporation:

ABC Corporation সুপরিচিত  Electrolyte Analyzer  সরবরাহকারী কোম্পানি হিসাবে । এ  কোম্পানি ২০১৫ সালে যাত্রা শুরু করে । এছাড়াও এরা সেরা মানের পণ্য এবং পরিষেবার প্রদানের জন্য খুব জনপ্রিয় । এদের স্লোগান হল- “আমরা আপনাকে জানতে চাই”।


৯. Meditech Imaging Ltd:

Meditech Imaging Ltd চিকিৎসা পণ্য সরবরাহের ক্ষেত্রে একটি অগ্রগামী কোম্পানি। এ কোম্পানি সমস্ত চিকিৎসা এবং স্বাস্থ্যসেবা পণ্য আমদানি এবং বিক্রি করে । Meditech Imaging Ltd বাংলাদেশে “ ফিলিপস হেলথকেয়ার “ সরঞ্জাম বাজারজাত করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।তাদের লক্ষ্য হল গ্রাহকদের সর্বোচ্চ মানের  medical equipment সরবরাহ করা ।


১০. OMC Healthcare Ltd:

OMC Heathcare WHO স্বীকৃত একটি বায়োটেকনোলজি কোম্পানি । দ্রুত এবং সঠিক  রোগ নির্ণয়ের জন্য উচ্চ মানের  ডায়াগনস্টিক টেস্ট কিট উপাদনে এ কোম্পানি শীর্ষ স্থানীয় । এরা পরবর্তী প্রজন্মের প্রযুক্তি  ভিত্তিক  চিকিৎসা খাতে বিভিন্ন গবেষণা ও উন্নয়ন প্রকল্প পরিচালনা করে বিপুল খ্যাতি আর্জন করে । 

কখনও কখনও রোগীর আরোগ্য লাভ  ব্যাবহ্রত Medicalসরঞ্জামের  মানের  উপর নির্ভর করে। সুতরাং, আমরা যদি মানসম্পন্ন  পণ্য চাই তবে  আবশ্যই ভালো সরবরাহকারী কোম্পানির  কাছ থেকে Medicale equipment কিনতে হবে ৷ এখন অনেক   কোম্পানি  রয়েছে৷ তাই, দেখেবুঝে সেরাটা  খুঁজে নিতে হবে ৷


লিখেছেন-ইরোনা মৌমিতা

১৪ জানুয়ারি ,২০২২

তথ্যসূত্র:

https://timelyproduct.com/

https://bangladesh.tradeford.com/

https://www.listofcompaniesin.com

https://bd.asiafirms.com/