Categories
See All >
বিভিন্ন-ব্রান্ডের থার্মোমিটার

বিভিন্ন-ব্রান্ডের থার্মোমিটার

Medical Equipment's & Reviews
Hit Count : 810
কখনোই জ্বর হয়নি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া দুষ্কর। শঙ্কার কথা হলো, জ্বরের কারণ সময়মতো উদ্ধার করে চিকিৎসা না নিলে, তা প্রাণঘাতীও হতে পারে।তাই তো মানুষের চেষ্টা ছিল শরীরের তাপমাত্রার নজরদারি করা।

 

সাধারণত জ্বরে আক্রান্ত ব্যক্তির গায়ে হাত দিলেই আন্দাজ করা যায় শরীরের তাপমাত্রা । যদি বেশি বা কম হয়, তা কত বেশি বা কম, তা নির্ধারণের আকাঙ্ক্ষা থেকেই পরিমাপকযন্ত্র থার্মোমিটারের ব্যবহার শুরু হয়।

থার্মোমিটার  কি ?

থার্মোমিটার শব্দটির উৎপত্তি হয়েছে দুটি গ্রীক শব্দ থেকে। যার প্রথমটি হলো thermo অর্থ তাপ এবং দ্বিতীয়টি meter যার অর্থ পরিমাপ করা। Thermometer অর্থ হয় তাপমাত্রা পরিমাপ করা। মূলত Thermometer হলো একধরনের যন্ত্র যার সাহায্যে  তাপমাত্রা নির্নয় করা যায়। 


থার্মোমিটারের  প্রকার:


হরেক রকম থার্মোমিটার আছে নানাবিধ ব্যবহারের জন্যে।  যেমন-

 

১. ক্লিনিক্যাল থার্মোমিটার:


                                                   


মানুষের শরীরের তাপমাত্রা মাপার জন্যে যে থার্মোমিটার ব্যবহার করা হয়, সেটা ক্লিনিক্যাল থার্মোমিটার। ক্লিনিক্যাল থার্মোমিটারও এখন অনেক ধরনের। এর মধ্যে পারদ থার্মোমিটার পুরোনো ও জনপ্রিয়। এটি সহজেই পাওয়া যায় এবং দামেও সস্তা। 


২.ইনফ্রারেড থার্মোমিটার:


                                                 


বিশ্বব্যাপী করোনা মহামারিতে আরও একধরনের থার্মোমিটার জনপ্রিয়তা পেয়েছে,তা হলো ইনফ্রারেড থার্মোমিটার। যা দিয়ে শরীর স্পর্শ না করেই শরীরের তাপমাত্রা নির্ণয় করা সম্ভব। 

 

জ্বর মাপার স্থান :

 মুখ,বগলে ও পায়ুপথে থার্মোমিটার রেখে জ্বর মাপা হয়। মানুষের ক্ষেত্রে মুখে ও বগলে থার্মোমিটার রেখে জ্বর মাপা হয়। আর অন্যান্য প্রানীদের ক্ষেত্রে পায়ুপথে থার্মোমিটার রেখে জ্বর মাপা হয়। 



জ্বরের  তাপমাত্রা :

·      পায়ুপথে ১০৪ ডিগ্রি ফারেনহাইট (৩৮ ডিগ্রি সেন্টিগ্রেড)

·      মুখে ৯৯.৫ ডিগ্রি ফা. (৩৭.৫ ডিগ্রি সে.)

·      বগলে ৯৯ ডিগ্রি ফা. (৩৭.২ ডিগ্রি সে.) 

 

থার্মোমিটারের ব্যবহারের সঠিক নিয়ম:


ক্লিনিক্যাল থার্মোমিটার:


১.প্রথমে স্পিরিট বা সাবানপানি দিয়ে থার্মোমিটারটি ধুয়ে শুকনো পরিষ্কার কাপড়ে মুছে নিন।

২. পারদের অবস্থান দেখতে হবে। জ্বর মাপার আগে থার্মোমিটারের শেষ প্রান্ত ধরে জোরে ঝাঁকিয়ে পারদ নিচে নামিয়ে আনতে  হবে ।

৩. এক মিনিট জিহ্বা বা বগলের নিচে রেখে তাপমাত্রা নির্ণয় করি। 


ডিজিটাল থার্মোমিটার:


১. জ্বর মাপার আগে সুইচ চেপে চালু করে নিতে হবে।

২. শব্দ করলে বুঝতে হবে যে তাপমাত্রা মাপা শেষ। 


ইনফ্রারেড থার্মোমিটার:


১.সাধারণত কপালের সামনে ধরলেই তাপমাত্রা নির্দেশ করে।


থার্মোমিটার ব্যবহারের সর্তকতা:

মুখে ও বগলে তাপমাত্রা পরিবেশ–পরিস্থিতিভেদে ভিন্ন ভিন্ন মাত্রা দিতে পারে। সেদিকে খেয়াল রাখতে হবে। যেমন ঠান্ডা বা গরম কিছু খেলে মুখের তাপমাত্রা ভিন্ন আসতে পারে।


বিভিন্ন ব্রান্ডের থার্মোমিটার:

1. Air Doctor digital thermometer :                                          


·      Place of Origin: China

·      Warranty: 1 YEAR .

·      After-sale Service: Return and Replacement .

·      Usage: Oral use, Axillary use, Rectal use/ Baby, Children, Adult, Elder, Pet .

·      Measuring Range:32.0~ 42.9 / 89.6~109.2°F

·      Reading Time:10seconds, 30 seconds, 60 seconds

·      Accuracy:0.1/

2.Beurer ear infrared thermometer FT 78:

                                                


ব্রান্ড: Beurer

·      With interchangeable protective cap (6 included).

·      Measurement in seconds.

·      Infrared measurement.

·      Temperature alarm: warning tone from 37.5°C.

·      Displays measurements in °C and °F.

·      9 memory spaces.

·      Automatic switch-off.

·      Low battery indicator.

·      Origin Germany.

3.Beurer FT90 Non-contact Digital Thermometer:


                             


ব্রান্ড: Beurer

·      Measurement without skin contact.

·      Measurement in seconds.

·      Infrared measurement.

·      Temperature alarm: from 38°C.

·      Displays measurements in °C and °F.

·      Measuring distance 2 – 3 cm.

·      60 memory spaces.

·      Automatic switch-off.

·      With storage box.


4.Jumper JPD-FR300 infrared thermometer:

 

                                             


ব্রান্ড: Jumper

·      Displays measurements in °C and °F.

·      LDC Display.

·      Power/Measure.

·      Mode (Adult/Child/Object).

·      Battery cover.

·      Memory/Mute.

·      Origin:Germany.

5.Elite digital thermometer:   


ব্রান্ড: Elite

·      High Accuracy.

·      Easy to Read.

·      Fast response.

·      Measuring time of up 2 minutes.

·      Break-resistant.

·      Child Safe Probe.

·      Alarm.

 

6.Beurer BY 11 frog instant thermometer


                                                   


ব্রান্ড: Beurer

·      Measuring time approx. 10 sec..

·      Contact-measurement technology.

·      Temperature alarm: warning tone from 37.8°C.

·      Displays measurements in °C and °F.

·      Waterproof tip and display.

·      1 memory space.

·      Automatic switch-off.

·      With protective cap.

7.Durolife digital thermometer:

                                                            

ব্রান্ড: Durolife

·      Digital thermometer east to read,LCD display.

·       beeping sound when measurement is complete.

·      Takes 60 secounds to measure body temperature .

·      Can be use orally,rectally and under the armpit.

·      Centegrade and Furenheit both.

·      Battery included and storage case.

·      Accurate and easy read.

·      Safe and unbreakable, convenient.

8.Beurer instant digital thermometer:

 

                                             


ব্রান্ড: Beurer

·      Extra-flexible measuring tip

·      Measuring time approx. 10 sec.

·      Contact-measurement technology

·      Temperature alarm: warning tone from 37.8°C

·      Displays measurements in °C and °F

·      Waterproof

·      1 memory space

·      Automatic switch-off

·      With protective cover

·      Origin Germany

 

আপনার দরকারি এই পণ্যটি নিচের এই লিঙ্ক থেকে নিতে পারেন। 


https://medicalstore.com.bd/subcategory/thermometers.

 

লিখেছেন – ইরোনা মৌমিতা

১২ ফেব্রুয়ারি ,২০২২

 

তথ্যসূত্র:

https://www.prothomalo.com/

https://bn.myubi.tv/

https://www.kalerkantho.com/

https://medicalstore.com.bd/